প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের ‘বয়লার টেকনিশিয়ান’ পদে নিয়োগের জন্য ০৭/১২/২০২০খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও মৌখিক পরীক্ষার তারিখ নিম্নে দেওয়া হলোঃ
ক্রঃ নং |
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর |
মৌখিক পরীক্ষার তারিখ |
মৌখিক পরীক্ষার স্থান |
১. |
১১০০০১, ১১০০০৫, ১১০০০৭, ১১০০১১, ১১০০১৭, ১১০০১৯, ১১০০২০, ১১০০২৩, ১১০০২৬, ১১০০৪০, ১১০০৪২, ১১০০৪৬, ১১০০৪৯ , ১১০০৫২, ১১০০৫৪ মোট = ১৫ জন। |
১৩/১২/২০২০ বেলা- ২:০০ ঘটিকা |
কক্ষ নং- ৫১৩, শিল্প মন্ত্রণালয় ৯১, মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০। |
২. |
১১০০৬১, ১১০০৬২, ১১০০৬৩, ১১০০৬৮, ১১০০৭৩, ১১০০৭৬, ১১০০৭৮, ১১০০৮৩, ১১০০৮৯, ১১০০৯২, ১১০০৯৪, ১১০০৯৫, ১১০১০০, ১১০১০১, ১১০১০৩ মোট = ১৫ জন। |
১৪/১২/২০২০ বেলা- ২:০০ ঘটিকা |
|
৩. |
১১০১০৬, ১১০১০৮, ১১০১০৯, ১১০১১৭, ১১০১১৮, ১১০১১৯, ১১০১২০, ১১০১২১, ১১০১৩০, ১১০১৩১, ১১০১৩৪, ১১০১৩৫, ১১০১৪০, ১১০১৪৭, ১১০১৪৮ মোট = ১৫ জন। |
১৫/১২/২০২০ বেলা- ২:০০ ঘটিকা |
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলোঃ
(ক) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সংশ্লিষ্ট সকল সনদের মূল ও সত্যায়িত কপি;
(খ) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্ব পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশন/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(গ) ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
(ঘ) জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তা পুনঃ প্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস;
(ঙ) Applicant’s Copy;
(চ) প্রবেশপত্রের কপি;
(ছ) সরকারি/আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
** কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (substantive) ঘাটতি পাওয়া গেলে পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
** চাকরির ক্ষেত্রে কোনরূপ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
(মোঃ শরাফত আলী)
উপ-প্রধান বয়লার পরিদর্শক, ঢাকা।
ও
সদস্য-সচিব
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি।